২১ জুন, ২০২৪ ২৩:৫৭
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ

নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখল ইউক্রেন

অনলাইন ডেস্ক

নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখল ইউক্রেন

শুরুতে গোল হজমের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল ইউক্রেন। দ্বিতীয়ার্ধে পেল দুইটি গোল। স্লোভাকিয়াকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল তারা। ডুসেলডর্ফে শুক্রবার (২১ জুন) ‘ই’ গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইউক্রেন।

প্রথম ম্যাচে র‍্যাঙ্কিংয়ে ৪৫ ধাপ এগিয়ে থাকা বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে চমক দেখায় স্লোভাকিয়া। ইউক্রেনের বিপক্ষে জিতলে শেষ ষোলোর টিকেট নিশ্চিত হয়ে যেত তাদের। সেই লক্ষ্যে র‍্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে শুরুতে তারা এগিয়ে যায় ইভান শারাঞ্জের গোলে, যিনি একমাত্র গোলটি করেছিলেন বেলজিয়ামের বিপক্ষে।

প্রথম ম্যাচে রোমানিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারা ইউক্রেন ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় মাইকোলা শাপারেঙ্কোর গোলে। পরে তার অ্যাসিস্ট থেকেই ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন রোমান ইয়ারেমচুক।

ইউক্রেনের জয়ে গ্রুপের লড়াইটা দারুণ জমে উঠল। এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রোমানিয়া। তাদের সমান পয়েন্ট নিয়ে পরের দুইটি স্থানে ইউক্রেইন ও স্লোভাকিয়া, এই দুই দল খেলেছে দুইটি করে ম্যাচ। প্রথম ম্যাচে হারা বেলজিয়াম আছে তলানিতে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর