২২ জুন, ২০২৪ ১৫:১৮

ভারতকে বিপদে ফেলবেন কোন টাইগার, জানালেন জহির খান

অনলাইন ডেস্ক

ভারতকে বিপদে ফেলবেন কোন টাইগার, জানালেন জহির খান

টাইগারদের সাথে তেরঙাদের লড়াই ভিন্ন মাত্রা পাচ্ছে বেশ কয়েক বছর ধরেই। বাংলাদেশকে আর সহজ প্রতিপক্ষ ভাবতে পারছে না ভারত। টাইগারদের সমীহ করেই চলতে হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান আসরে বেশ ছন্দে আছেন টাইগার বোলাররা।

আজ রাত অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে রোহিত শর্মার দলের মুখোমুখি হচ্ছে টাইগাররা।এই ম্যাচে ভারতকে বিপদে ফেলতে পারেন ব্যাটার সাকিব আল হাসান আর বোলার মুস্তাফিজুর রহমান। এমনটাই মনে করছেন জহির খান। 

বাংলাদেশকে মোটেও সহজ প্রতিপক্ষ মানছেন না কিংবদন্তি পেসার জহির খান। ক্রিকবাজের টক শোতে জহির বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে ম্যাচ কখনো সহজ হয় না। কারণ, সব সময় সতর্ক থাকতে হয়। কোনো একটি পর্যায়ে আপনি পেছন পড়ে যেতে পারেন না। কিংবা কোনো একটা ধাপে বাজে করা যাবে না যেন বাংলাদেশ সুযোগ পেয়ে যায়। বাংলাদেশ দলের মধ্যে এই আত্মবিশ্বাস ফেরানো যাবে না যে এই ম্যাচ তারাও জিততে পারে।’

জহির বলেছেন, ‘সাকিবের ভালো ছন্দে থাকা জরুরি। তাকে রান করতে হবে। কারণ, আমরা দেখেছি, বাংলাদেশ যখনই ভালো করে, তার সঙ্গে সাকিবের কোনো না কোনো সংযুক্তি থাকেই।'

এবারের বিশ্বকাপে টাইগার বোলাররা দারুণ ছন্দে। তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনরা নিজেদের কাজটা ঠিকঠাকই করছেন। তবে জহিরের মনে করেন ভারতের মতো দলকে হারাতে নেতৃত্ব দিতে হবে মুস্তাফিজকেই। তিনি বলেছেন, ‘বোলিংয়ের দিক থেকে বাংলাদেশকে বেশ ভালো দল বলেই মনে হয়। বোলাররা খুব ধারাবাহিক। মোস্তাফিজুর রহমানকে তার ছন্দ ধরে রাখতে হবে। বল হাতে নেতৃত্ব দিতে তাকেই দিতে হবে।’

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর