২২ জুন, ২০২৪ ১৬:২৫

সাকিবকে যে কারণে ব্যাটিংয়ে তিন-চারে দেখতে চান তামিম

অনলাইন ডেস্ক

সাকিবকে যে কারণে ব্যাটিংয়ে তিন-চারে দেখতে চান তামিম

সুপার এইটে ভারতের বিপক্ষের ম্যাচ টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেমির দৌড়ে টিকে থাকতে এর কোনো বিকল্প নেই। আর এই ম্যাচে সাকিবের ব্যাট-বলে ভালো করারও কোনো বিকল্প নেই। টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবালও তেমনটাই মনে করেন। 

ক্রিকেট বিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিবকেই দেশের সেরা খেলোয়াড় বলে মন্তব্য করেছেন তামিম। এই ম্যাচে সাকিবকে ব্যাটিংয়ে তিন-চারে দেখতে চান তামিম। সেই সাথে বোলিংয়েও সাকিবের চার ওভারের কোটা পূরণ করার পক্ষে তামিম। 

তামিম বলেছেন, ‘সে বাংলাদেশের সেরা খেলোয়াড়। বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ও সে। আপনার বড় খেলোয়াড়কে অবশ্যই বড় ম্যাচে পারফর্ম করতে হবে। সে এটা অতীতেও করেছে। বাংলাদেশের জন্য সে দারুণ একজন খেলোয়াড়। এ মুহূর্তে বাংলাদেশ ব্যাটিংয়ে স্ট্রাগল করছে। তাহলে কেন সাকিবকে তিন বা চারে পাঠিয়ে থিতু হওয়ার সময় দেওয়া হবে না?  বিশ্বের যেকোনো সেরা বোলিংয়ের বিপক্ষে পাল্টা আক্রমণ করার মতো অভিজ্ঞতা তার আছে।’

বিশ্বকাপে ৫ ম্যাচে মাত্র ১০.২ ওভার বল করেছেন সাকিব। শুধু নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচেই ৪ ওভারের কোটা পূরণ করেছেন সাকিব। তামিম মনে করেন, ‌‘পরিস্থিতি যেমনই হোক কিংবা উইকেটে যে-ই থাকুক; সাকিবের ৪ ওভার শেষ করা উচিত। বাঁহাতি ব্যাট করছে নাকি ডানহাতি ব্যাট করছে সেসব ভুলে তাকে ৪ ওভার বল করতে হবে।’

তামিম আরও বলেছেন, ‘বাংলাদেশের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করাতে হবে। যা ভারতকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। বাংলাদেশের বোলিং ভালো করছে। কিন্তু ব্যাটসম্যানদের ১৬০-৭০ রানের সংগ্রহ এনে দিতে হবে।’


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর