২৩ জুন, ২০২৪ ০৮:৪২

কোপায় ইকুয়েডরকে হারিয়ে ভেনেজুয়েলার চমক

অনলাইন ডেস্ক

কোপায় ইকুয়েডরকে হারিয়ে ভেনেজুয়েলার চমক

ইকুয়েডরের থেকে হাতে কলমে অনেক পিছিয়ে ভেনেজুয়েলা। সেই দলটার কাছে এবার হেরে বসলো দক্ষিণ আমেরিকার অন্যতম পরাশক্তি ইকুয়েডর। কোপায় নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পায় ভেনেজুয়েলা।

মাত্র ১০ মিনিটেই বদলে যায় খেলার দৃশ্যপট। দশজনের দল নিয়েও এক গোলে এগিয়ে থেকে জয়ের স্বপ্ন দেখছিল ইকুয়েডর। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভবে ঘুরে দাঁড়ায় ভেনিজুয়েলা। পিছিয়ে পড়েও ম্যাচ শেষ করে তৃপ্তির জয় নিয়ে।

ম্যাচের বেশিরভাগ সময় একজন কম নিয়ে খেলতে হয়েছে ইকুয়েডরকে। হোসে মার্তিনেসকে ফাউল করায় ২২তম মিনিটে লাল কার্ড দেখেন দলটির অধিনায়ক এনার ভালেন্সিয়া। তা সত্ত্বেও বিরতির আগে ইকুয়েডরকে এগিয়ে দেন হেরেমি সারমিয়েন্তো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই হোন্দার কাদিস ও এদুয়ার্দ ভেয়োকে মাঠে নামান ভেনিজুয়েলা কোচ ফার্নান্দো বাতিস্তা। সেই দুই বদলই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ৬৪ মিনিটে সালোমোন রন্দোনের পাস থেকে নিচু শটে সমতা ফেরান কাদিস। এর ১০ মিনিট পর বক্সের ভেতর ডান পায়ের শটে ভেনিজুয়েলাকে এগিয়ে দেন বেয়ো। যার ফলে প্রথমবারের মতো কোপা আমেরিকায় পিছিয়ে পড়েও জয়ের ইতিহাস গড়ে ভেনিজুয়েলা।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর