২৪ জুন, ২০২৪ ০৮:০৮

নিয়ম ভেঙে শাস্তি পেলেন মিলার

অনলাইন ডেস্ক

নিয়ম ভেঙে শাস্তি পেলেন মিলার

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গ করেছিলেন ডেভিড মিলার। যে কারণে তাকে শাস্তি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

সুপার এইটের ম্যাচে শুক্রবার সেন্ট লুসিয়ায় দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৯তম ওভারের ঘটনা এটি। পেসার স্যাম কারানের একটি ফুল টস বল খেলার পর উচ্চতার জন্য ‘নো’ বলের আশা করেছিলেন মিলার। তবে আম্পায়ার ‘নো’ বল দেননি। তখন আম্পায়ারের সিদ্ধান্তে মিলার অসন্তোষ প্রকাশ করেন এবং রিভিউ নিতে ইঙ্গিত দেন।

ওই ঘটনায় মিলারের শাস্তির কথা শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে মিলারকে কোনো আর্থিক জরিমানা করা হয়নি। আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে তাকে। পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

মিলার নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর