২৪ জুন, ২০২৪ ১৩:৩১

টাইগার ব্যাটারদের ব্যর্থতার কারণ জানালেন নিক পোথাস

অনলাইন ডেস্ক

টাইগার ব্যাটারদের ব্যর্থতার কারণ জানালেন নিক পোথাস

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যাটারদের বেহাল দশা হয় ফুটে উঠেছে। বিশেষ করে টপ অর্ডার ব্যাটাররা প্রতি ম্যাচেই হয়েছেন ব্যর্থ। এমন ব্যর্থতার কারণ জানালেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস। 

আফগানিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলছিলেন, ‘শুধু আমাদের ব্যাটারদের কথা বললেই হবে না। পুরো টুর্নামেন্টজুড়ে সব ব্যাটারদেরই সংগ্রাম করতে হয়েছে। ব্যাটিং এমন কেন হলো এটা ভাবতে গেলে একটু অন্য গ্রুপগুলোর সাথে তুলনা করা উচিৎ। নিউইয়র্কে উইকেট কেমন ছিল সবাই দেখেছে। সেন্ট ভিনসেন্টেও এতটা সহজ ছিল না। ব্যাটাররা আপ্রাণ চেষ্টা করছে।’

ভারত দলের প্রসঙ্গ টেনে পোথাস ব্যাখ্যা দিলেন, ‘ভারতীয় দলে দেখুন, রিশভ পান্টের উইকেটে সেট হতে ১০ বল খেলতে হচ্ছে। শুরুতে সে খুবই শান্ত ছিল। হার্দিক ও দুবেও ঠিক একই কাজ করেছে। কারণ এখানে খেলাটা পাওয়ারের। দিনশেষে তারা কিন্তু বড় বড় ছক্কা হাঁকিয়েছে। শক্তিই আসল জিনিস টি-টোয়েন্টি ক্রিকেটে। আপনার হাতে শক্তি থাকলে আপনি শান্ত থেকেই খেলতে পারবেন।’ 

পোথাস অবশ্য পাওয়ার হিটিংয়ে জোর দেওয়ার কথা বললেন, ‘জেনেটিক্যালি পাওয়ার আপনি পাবেন না। তাই আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে। আমরা দেখেছি রিশাদের ব্যাটিং। নিউজিল্যান্ড সিরিজ থেকে এখন পর্যন্ত সে খুব দ্রুত অনেক উন্নতি করেছে। তবে পাওয়ার তৈরি করতে সময় লাগবে। আপনাকে শক্তিশালী হতে হবে। ওয়েস্ট ইন্ডিজকে পাওয়ার খুঁজতে হয় না। তাদের খেলোয়াড়রা জন্মগতভাবেই শক্তিশালী। আমাদের তা নেই, তাই ভিন্নভাবে এটা অর্জন করতে হবে।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর