২৬ জুন, ২০২৪ ১৫:১৩

ভারতের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুললেন ইনজামাম!

অনলাইন ডেস্ক

ভারতের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুললেন ইনজামাম!

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারত। সুপার এইটে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠে রোহিত বাহিনী। তবে সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে বোল টেম্পারিং নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় পেসার আর্শদ্বীপ সিংয়ের রিভার্স সুইং করার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নতুন বলে ইনিংসের ১৫তম ওভারেই রিভার্স সুইং কীভাবে করছেন আর্শদ্বীপ-সেটাই প্রশ্ন তার।

বোল টেম্পারিংয়ের ব্যাপারটি সরাসরি না বললেও ইনজামাম বুঝিয়ে দিয়েছেন এভাবে, ‘পাকিস্তানি কোনো বোলার এমন করলে এ নিয়ে অনেক কথা হতো। আমরা রিভার্স সুইং সম্পর্কে ভালো জানি। ১৫তম ওভারে যদি আর্শদ্বীপের বলে রিভার্স হয়, এর মানে হচ্ছে বলে গুরুতর কোনো কাজ করা হয়েছে। অ্যাকশনের কারণে যশপ্রীত বুমরাহ রিভার্স সুইং আদায় করতে পারেন। তবে কিছু বোলারের জন্য রিভার্স আদায় করতে হলে বলে কাজ করতে হয়।’

একই অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান সেলিম মালিক। তিনি বলেছেন, কিছু দলের বিপক্ষে তাদের (আম্পায়ার) চোখ সব সময় বন্ধ থাকে। ভারত সেসব দলের মধ্যে একটি।

তবে ইনজামাম পরে এ কথাও বলেছেন, ‘উইকেট কঠিন, রুক্ষ ছিল, হতে পারে এ কারণে রিভার্স সুইংয়ের জন্য বল তৈরি হয়ে গেছে।’

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর