২৬ জুন, ২০২৪ ১৬:৩১

দক্ষিণ আফ্রিকাকে অতীত নিয়ে আফগান কোচের খোঁচা

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকাকে অতীত নিয়ে আফগান কোচের খোঁচা

বড় মঞ্চে বারবারই ব্যর্থ দক্ষিণ আফ্রিকা। তাদের সঙ্গে সমার্থকই হয়ে গেছে ‘চোকার্স’ তকমা। বিশেষত সেমিফাইনালে তাদের হেরে যাওয়ার ইতিহাসটা বেশ লম্বা। বিশ্বকাপের সেমিফাইনালে বৃহ্স্পতিবার সকালে এবার আফগানিস্তানের মুখোমুখি হবে প্রোটিয়ারা। অন্যদিকে, এবারই প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে আফগানিস্তান। এজন্য তাদের ওপর কোনো চাপ নেই বলে জানিয়েছেন দলটির হেড কোচ জনাথন ট্রট। একই সঙ্গে প্রোটিয়াদের খোঁচা দিয়েছেন অতীত ইতিহাস নিয়ে।  

তিনি বলেন, ‘আমার মনে হয় ব্যাপারটা হচ্ছে আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে। কিছু ছোট জায়গায়, বড় কিছু না। হতে পারে সেটা মানসিকতার কিছুটা বদল। কিন্তু একই সঙ্গে আমি মনে করি, আমরা সেমিফাইনালে যাচ্ছি কোনো ভয় অথবা অতীত ইতিহাস ছাড়া। এটা আমাদের জন্য অচেনা।’

তিনি বলেন, ‘আমরা কেবল যাবো আর নিজেদের সেরাটা দিয়ে আসবো। এখানে আগে থেকে ভেবে রাখা কোনো ধারণা নেই, অথবা অতীতে সেমিফাইনালে সাফল্য বা ব্যর্থতার ইতিহাস নেই। আমাদের জন্য এটা নতুন চ্যালেঞ্জ, সেমিফাইনালে এটা আমাদের দল হিসেবে ভয়ঙ্কর করবে। আমাদের হারানোর কিছু নেই, চাপ প্রতিপক্ষের ওপর।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর