২৬ জুন, ২০২৪ ১৭:৫০

ইতিহাসের গড়ার অপেক্ষায় জর্জিয়া

অনলাইন ডেস্ক

ইতিহাসের গড়ার অপেক্ষায় জর্জিয়া

বাংলাদেশ সময় আজ বুধবার (২৬ জুন) দিবাগত রাত ১টায় ইউরো চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও জর্জিয়া। এই ম্যাচে জর্জিয়ার সামনে ইতিহাস গড়ার সুযোগ। আজ জিতলে শেষ ষোলোতে পৌছে যেতে পারে দলটি। এদিকে পর্তুগাল আগেই শেষ ষোলোর টিকিট কেটেছে। এবার তাদের সামনে সুযোগ বেঞ্চ পরীক্ষার। 

ইতোমধ্যে দুই ম্যাচ থেকে ১ ড্র ও হারে ১ পয়েন্ট নিয়ে অভিষেকেই নকআউটে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে জর্জিয়া। জিতলে ৪ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা বেঁচে থাকবে তাদের। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে তুরস্ক ও চেক প্রজাতন্ত্রের ম্যাচের দিকেও। তারাও আছে দৌড়ে।

পর্তুগালকে হারানো বেশ কঠিন হবে সেটা মানছেন জর্জিয়া কোচ উইলি স্যাগনল। তবে স্বপ্নের পেছনে ছুটতে চান তিনি ও তাঁর দল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্যাগনল বলেন, ‘এটা পর্তুগাল। তবে আমরা স্বপ্ন দেখা ছাড়ছি না। আমাদের যা শক্তি আছে সবই নিংড়ে দেবো।’

প্রথম দু’টি ম্যাচ জিতে ইতিমধ্যেই শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে পর্তুগাল। কিন্তু এখনও গোল পাননি কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। জর্জিয়ার বিরুদ্ধে পর্তুগালের ম্যাচটি নেহাত নিয়মরক্ষার হলেও রোনালদোর সামনে গোল করার আরও একটি সুযোগ।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর