২৬ জুন, ২০২৪ ২২:৪৫

সতীর্থদের ভিন্ন বার্তা দিলেন রোহিত

অনলাইন ডেস্ক

সতীর্থদের ভিন্ন বার্তা দিলেন রোহিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বৃহস্পতিবার ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। দুই দলের ফাইনালে ওঠার লড়াই শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

এমন ম্যাচে সতীর্থদের নির্ভার থাকার কথা বলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সেমিফাইনাল নিয়ে তার কথা, ‘আমরা আলাদা কিছু করতে চাইছি না। যে ক্রিকেট খেলছি সেটাই খেলে যাব। কে প্রতিপক্ষ তা দেখার দরকার নেই।’

এরপর সতীর্থদের বার্তা দিয়ে অধিনায়ক বলেছেন, ‘সবাইকে বলেছি, খোলা মনে খেলতে। চাপ না নিতে। এই রকম ক্রিকেট খেললেই আমরা সফল হব।’

গত সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট-এ কার্যত একাই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছেন রোহিত। ৪১ বলে ৯২ রান করে তিনি আউট হন। মাত্র আট রানের জন্য শতরান হাতছাড়া হওয়ায় স্বভাবতই হতাশ রোহিতের ভক্তেরা। কিন্তু অধিনায়ক জানিয়ে দিয়েছেন, তিনি শতরানের কথা ভেবে ব্যাট করেননি। 

রোহিতের মন্তব্য, ‘আমি সেঞ্চুরি করলাম কি না, সেটা বড় ব্যাপার নয়। আমার লক্ষ্য থাকে বোলারের উপরে চাপ তৈরি করা। সেটা করতে পারলেই সাফল্য আসবে।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর