২৭ জুন, ২০২৪ ০৬:৩০

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

অনলাইন ডেস্ক

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

বৃহস্পতিবার  (২৭ জুন) সেমিফাইনালের প্রথম ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আজ সকাল সাড়ে ৬টায় (বাংলাদেশ সময়) লড়াইয়ে নামবে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা। ভেন্যু ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়াম।

ফাইনালের উঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল।

১৯৯৮ সালে আইসিসি ট্রফি জেতার পর কখনোই বৈশ্বিক ইভেন্টে ফাইনাল খেলা হয়নি দক্ষিণ আফ্রিকার। অপরদিকে আফগানিস্তান প্রথমবারের মতো মেজর টুর্নামেন্টে সেমিফাইনালে। 

আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নায়েব, মোহাম্মদ নবি, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নাঙ্গেলিয়া খারোতে, নুর আহমদ, নবিন-উল হক, ফজল হক ফারুকি।
 
দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নরকিয়া, তাবরিয়াজ শামসি।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর