২৭ জুন, ২০২৪ ০৭:৪২

সেমিফাইনালে ৫৬ রানে অলআউট আফগানিস্তান

অনলাইন ডেস্ক

সেমিফাইনালে ৫৬ রানে অলআউট আফগানিস্তান

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিউজিল্যান্ড ও সুপার এইটে অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে হারিয়ে রীতিমতো উড়ছিল আফগানিস্তান। তবে, সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫৬ রানেই গুটিয়ে গেছে রাহমাতুল্লাহ গুরবাজ-রশিদ খানরা।

প্রোটিয়া বোলিংয়ের সামনে পুরোপুরি খেই হারিয়ে বসে তাদের ব্যাটিং লাইনআপ। মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা এবং তাবরিজ শামসির তোপের মুখে পড়ে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।

আফগানিস্তানের ব্যাটাররা দাঁড়াতে পারেনি প্রোটিয়া বোলারদের সামনে। আজমতউল্লাহ ওমরজাই সর্বোচ্চ ১০ রান করেন। আর কোনো ব্যাটারই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।

টি-টোয়েন্টিতে এটিই আফগানদের সর্বনিম্ন স্কোর। ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৭২ রানে থেমেছিল তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও সর্বনিম্ন স্কোর এটি। এর আগে কোনো দল একশ রানের নিচে অল আউট হয়নি। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে গুটিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে টিকতেই পারেনি আফগান ব্যাটসম্যানরা। পাওয়ার প্লের ছয় ওভারে ড্রেসিং রুমে ফেরেন ৫ ব্যাটসম্যান। পরের ছয় ওভারের মধ্যে বাকি ৫ জনও আউট হন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর