২৭ জুন, ২০২৪ ০৮:২৩

কোপা আমেরিকা: কোয়ার্টারের আশা বাঁচিয়ে রাখল ইকুয়েডর

অনলাইন ডেস্ক

কোপা আমেরিকা: কোয়ার্টারের আশা বাঁচিয়ে রাখল ইকুয়েডর

কোপা আমেরিকায় জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে ইকুয়েডর। অন্যদিকে দুই ম্যাচের দুটিতেই হেরে খাদের কিনারায় চলে গেছে জ্যামাইকা।

আজ ভোর ৪টায় লাস ভেগাসে মাত্র ১৩ মিনিটে জ্যামাইকার মিডফিল্ডার কেসি পালমারের আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইকুয়েডর। প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কেন্দ্রি পায়েজ। এতে ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় লাতিন আমেরিকার দলটি। 

৫৪ মিনিটেমাইকেল অ্যান্টোনিওর গোলে ব্যবধান কমায় জ্যামাইকা। তখন জ্যামাইকার ভক্তরা আশা করছিলেন, হয়তো ম্যাচে ফিরতে পারবে তারা। ৭৩ মিনিটে একটি পেনাল্টি পেয়েছিল জ্যামাইকা। কিন্তু ভিএআর দেখে সেই পেনাল্টি বাতিল করে দেন রেফারি। ৯১ মিনিটে অ্যালান মিন্দা কাউন্টার অ্যাটাকে গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ইকুয়েডর। শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয় জ্যামাইকাকে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর