২৮ জুন, ২০২৪ ১৬:৩৯

আইসিসি চালাচ্ছে ভারত, কেন বললেন ‘ক্ষুব্ধ’ ইনজামাম

অনলাইন ডেস্ক

আইসিসি চালাচ্ছে ভারত, কেন বললেন ‘ক্ষুব্ধ’ ইনজামাম

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিতে ভারত যে কমবেশি হস্তক্ষেপ করে সে কথা খুব একটা কারো  অজানা নয়। তবে আগে ক্রিকেটে নয়ছয় আর আধিপত্য বিস্তারের জন্য বিগ থ্রি মানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতকে অভিযুক্ত করা হলেও এখন অনেকেই অভিযোগ তুলছেন শুধু ভারতের বিপক্ষে। ক্যারিবিয়ান কিংবদন্তী  ক্রিস গেইলের মন্তব্যের কয়েকদিন পরই একই বিষয়ে ভারতের বিপক্ষে অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামাম উল হক।

এবার ইনজামাম বিশ্বকাপের দুই সেমিফাইনালের মধ্যে শুধু ভারত ম্যাচের জন্য রিজার্ভ ডে না রাখায় সমালোচনা করেছেন।

ইনজামামও জানালেন, ভারতের একচ্ছত্র আধিপত্যের কথা। বিশ্বকাপের দুটি সেমিফাইনাল ইতোমধ্যে শেষ হয়েছে। প্রথম সেমিফাইনালে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ও দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত-ইংল্যান্ড। প্রথমটির জন্য আইসিসি রিজার্ভ ডে রাখলেও দ্বিতীয়টির জন্য রাখা হয়নি। এ বিষয়ে ইনজামাম বলেছেন, ভারতকে ফাইনালে তোলার জন্যই এই কাণ্ড ঘটায় আইসিসি।  

পাকিস্তানের একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে ইনজামাম বলেছেন, ‘আপনি যদি দুটি সেমিফাইনালের দিকে তাকান, দেখা যাবে একমাত্র ভারত ম্যাচেই রিজার্ভ ডে নেই। কারণ একটাই; ভারত সমস্ত ম্যাচ জিতে সেমিতে পৌঁছেছে। কোনো কারণে বৃষ্টিতে খেলা বাতিল হলেই যাতে ভারতকে ফাইনালে তোলা যায়। এই কারণে প্রত্যেক ম্যাচের জন্য আলাদা আলাদা নিয়ম।’

ইনজামাম টেনে আনেন এশিয়া কাপের কথাও। সেখানে রিজার্ভ ডে শুরুতে না থাকলেও পরবর্তীতে রিজার্ভ ডে’র কথা জানানো হয়। কেবল ভারতের একক ক্ষমতার কারণেই এগুলো সম্ভব বলে জানান ইনজামাম। তার ভাষ্য, ‘পাকিস্তান যখন এশিয়া কাপে শক্ত পজিশনে ছিল, সেই সময় হঠাৎ করেই রিজার্ভ ডে নিয়ে আসা হল। ভারতের হাতে এত ক্ষমতা রয়েছে যে এমনকি ইংল্যান্ডও তাদের সঙ্গে পেরে উঠছে না। ক্রিকেটকে স্রেফ একটা শক্তিই চালিয়ে নিয়ে যাচ্ছে। ক্রিকেটে আর বিগ থ্রি নেই। রয়েছে কেবল ওয়ান ফোর্স। ’


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর