শিরোনাম
২৯ জুন, ২০২৪ ০৬:১৪

কেন নিষিদ্ধ হলেন স্কালোনি?

অনলাইন ডেস্ক

কেন নিষিদ্ধ হলেন স্কালোনি?

লিওনেল স্কালোনি

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সবার আগেই। তবে চিলিকে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করার পর একের পর এক দুঃসংবাদ আসছে আলবিসেলেস্তা শিবিরে। ইনজুরিতে পড়েছেন দলপতি লিওনেল মেসি ও মার্কাস আকুনা। আর এবার বর্তমান চ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনিকেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।

লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছেন। যার ফলে কোপা আমেরিকায় তার দলের পরবর্তী ম্যাচে দলকে নেতৃত্ব দিতে পারবেন না। 

বাংলাদেশ সময় রবিবার ভোর ৬টায় নির্ধারিত এই ম্যাচে তিনি উপস্থিত থাকতে পারবেন না। এছাড়াও, ম্যাচের আগের নির্ধারিত প্রেস কনফারেন্সেও কথা বলতে পারবেন না তিনি।

বিশ্বকাপজয়ী এই কোচকে অবশ্য নিষিদ্ধ করা হয়েছে তাদের দলের পূর্ববর্তী কোপা আমেরিকার ম্যাচগুলোতে দেরিতে মাঠে প্রবেশের জন্য। এই আচরণের কারণে আয়োজকদের শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতে বাধ্য হতে হয়েছে। ফলে, স্কালোনি হার্ড রক স্টেডিয়ামের একটি বক্স থেকে খেলা দেখতে পারবেন। এছাড়াও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আর্থিক জরিমানাও করা হয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর