শিরোনাম
২৯ জুন, ২০২৪ ১২:১৯

রাশিয়ার চিলড্রেন অব এশিয়া গেমসে বাংলাদেশ ইথনোস্পোর্ট দল

অনলাইন ডেস্ক

রাশিয়ার চিলড্রেন অব এশিয়া গেমসে বাংলাদেশ ইথনোস্পোর্ট দল

অষ্টম চিল্ড্রেন অব এশিয়া ২০২৪ ইন্টারন্যাশনাল স্পোর্টস গেমস রাশিয়ার সাখা প্রজাতন্ত্রের (ইয়াকুটস্ক) শহরে অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিয়েছে বাংলাদেশ ইথনোস্পোর্ট দল। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশসহ ২৪টি দেশের ২,৭০০ জন ক্রীড়াবিদ ম্যাস-রেসলিং ইথনোস্পোর্টসহ ২৪টি ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করছে।

এতে বাংলাদেশকে দলকে নেতৃত্ব দিচ্ছেন ইন্টারন্যাশনাল ইথনোস্পোর্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ইন্টারন্যাশনাল ম্যাস-রেসলিং ফেডারেশন, রাশিয়ার বাংলাদেশের প্রতিনিধি আল মামুন।

এরই মধ্যে ম্যাস-রেসলিং ইথনোস্পোর্ট ৮০+ ওজনের ইভেন্টে বাংলাদেশের জারিফ ফেরদৌস ও ৭০ ওজনের ইভেন্টে সানোয়ার খোন্দকার জুনাইদ সেমিফাইনালে উঠেছে।

গত ২৬ জুন জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হয় এই প্রতিযোগিতার। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন রাশিয়ার সাখা প্রজাতন্ত্রের (ইয়াকুটস্ক) প্রদেশের প্রধান ও রাশিয়ার ক্রিয়া মন্ত্রীসহ এশিয়ার বিভিন্ন দেশের মন্ত্রীরা। প্রতিযোগিতা আগামী ৬ জুলাই পর্যন্ত চলবে এবং ৭ জুলাই সমাপনী অনুষ্ঠিত হবে।

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর