শিরোনাম
২৯ জুন, ২০২৪ ১৮:০৮

সময়টা দক্ষিণ আফ্রিকার, বিশ্বাস ডি ভিলিয়ার্সের

অনলাইন ডেস্ক

সময়টা দক্ষিণ আফ্রিকার, বিশ্বাস ডি ভিলিয়ার্সের

এবি ডি ভিলিয়ার্স (ফাইল ছবি)

দীর্ঘ এক মাসের লড়াইয়ের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের মঞ্চ প্রস্তুত, যেখানে প্রথমবারের মতো ফাইনালে পৌঁছানো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আসরটির প্রথম চ্যাম্পিয়ন ভারতের। এই ম্যাচটি শনিবার (২৯ জুন) ব্রিজটাউনের কেনসিংটন ওভালে অনুষ্ঠিত হবে।

বাইশ গজে প্রোটিয়াদের গল্পটা একটু অন্যরকম। ২১ বছর নির্বাসনে কাটানোর পর ১৯৯১ সালে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে দক্ষিণ আফ্রিকা। কিন্তু এরপর থেকে তাদের ইতিহাসে যোগ হয়েছে অসংখ্য হৃদয় ভাঙার গল্প। প্রতিভার কমতি কখনোই ছিল না তাদের। কিন্তু শক্তিশালী দল নিয়েও কখনো বিশ্বকাপের স্বাদ পায়নি তারা। সেমিফাইনালই ছিল সর্বোচ্চ সাফল্য। তবে সেই বাধা টপকে এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে প্রোটিয়ারা। যেখানে আজ ভারতকে হারিয়ে শিরোপায় চুমু আঁকবে এইডেন মার্করামের দল, এমনটাই বিশ্বাস করেন এবি ডি ভিলিয়ার্স।

প্রোটিয়াদের সাবেক এই অধিনায়ক বলেন, 'প্রোটিয়াদের বিশ্বকাপ ফাইনালে খেলতে দেখার জন্য দক্ষিণ আফ্রিকানরা ৩৩ বছর অপেক্ষা করেছে। অনেক হৃদয় ভাঙার পর দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ভারতের বিপক্ষে খেলবে। আমি জেতার জন্য প্রোটিয়াদের সমর্থন করছি। এটি ক্লোজ ম্যাচ হবে কারণ আমরা সবাই জানি, ভারত তারকায় ভরপুর দল। কিন্তু আমি বিশ্বাস করি দক্ষিণ আফ্রিকার সময় এসে গেছে।'

'কেউ কেউ বলবে, টুর্নামেন্টে এখনো পর্যন্ত তারা তাদের সেরা ক্রিকেটটা খেলতে পারেনি। কিন্তু তারা আট ম্যাচের আটটিই জিতেছে এবং এটা খারাপ নয়। ভারতের অবশ্যই নিজস্ব ম্যাচ-উইনার আছে। আরেকটি বিশ্বকাপ জেতার জন্য শতকোটিরও বেশি মানুষ আহ্বান করছে তাদের। হয়তো মাথার চেয়ে আমার হৃদয় বেশি কাজ করছে। তবে আমি কেবল মনে করি, সময়টা দক্ষিণ আফ্রিকার।'


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর