শিরোনাম
২৯ জুন, ২০২৪ ২০:০৪

ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

অনলাইন ডেস্ক

ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্রিজটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

দুই দলের একাদশে কোনো পরিবর্তন নেই। ভারতের একাদশে আছেন, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অর্শদীপ সিং ও যশপ্রীত বুমরা।

আর দক্ষিণ আফ্রিকা একাদশ সাজিয়েছে, কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া ও তাব্রেইজ শামসিকে নিয়ে।

দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে খেলছে। ভারতের সর্বশেষ আট বিশ্বকাপে এটি তৃতীয় ফাইনাল। তবে ট্রফিটা দুদলের কাছেই কাঙ্ক্ষিত। দক্ষিণ আফ্রিকা তো কখনই জেতেনি, ভারতের সর্বশেষ বিশ্বকাপ ২০১১ সালে, সর্বশেষ বৈশ্বিক ট্রফিও ১১ বছর আগে।

তৃতীয়বার বিশ্বকাপের ফাইনাল আয়োজন করছে ব্রিজটাউন। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসর ২০০৭ সালের চ্যাম্পিয়ন ভারত। পরে ২০১৪ সালে ফাইনালে উঠলেও সেবার খালি হাতে ফিরতে হয় তাদের শ্রীলঙ্কার বিপক্ষে হেরে। ১৭ বছরের অপেক্ষা ঘুঁচিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে নামছে রোহিত শার্মার দল।

বিডি প্রতিদিন/নাজমুল

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর