শিরোনাম
৩০ জুন, ২০২৪ ০২:৪৮

শিরোপা হারিয়ে ‘চোকার্সই’ রয়ে গেলো দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক

 শিরোপা হারিয়ে ‘চোকার্সই’ রয়ে গেলো দক্ষিণ আফ্রিকা

চাপে ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকা এই কথাটি অনেক আগে থেকেই চাউর ছিল। কথাটি যে স্রেফ কথার কথা নয় তা আরও একবার প্রমাণিত হলো। ২৪ বলে ২৬ রান, এখান থেকে শেষ পর্যন্ত ৭ রানের হার এ যেন আফ্রিকার সমর্থকদের বিশ্বাস হচ্ছে না, হওয়ারও কথা নয়। 

৩২ বছর ধরে অধরা আইসিসির মেগা ইভেন্টের ট্রফি। সেমিফাইনালের গণ্ডি পেরিয়ে কখনো ওঠা হয়নি ফাইনালে। যার ফলে চোকার্স অপবাদ সেঁটে গিয়েছিল তাদের নামের পাশে। সেই দক্ষিণ আফ্রিকা এবার ইতিহাস গড়ে ফাইনালে নাম লেখায়। মনে হচ্ছিল, এবারই বুঝি ঘুচবে তাদের আজন্ম আক্ষেপ। বিশ্বচ্যাম্পিয়নদের তালিকায় নাম লেখাবে প্রোটিয়ারা। শেষ পর্যন্ত এমনটা হলো না। 

ফাইনালে এসে তীরে এসে তরি ডোবালো দক্ষিণ আফ্রিকা, হারতে হলো ভারতের কাছে। ৬ উইকেট হাতে রেখেও ২৪ বলে মাত্র ২৬ রান নিতে করতে ব্যর্থ তারা। চোকার্স অপবাদটাই যেন আরও একবার সত্যি হিসেবে প্রমাণ করলো তারা।

এবারের আসরে দক্ষিণ আফ্রিকা টানা আট ম্যাচে জয় তুলে ফাইনালে আসে। চ্যাম্পিয়ন হতে পারলে পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকেই শিরোপাজয়ের কীর্তি গড়তো। 

১৯৯২ সালে প্রথম বিশ্বকাপের সেমিফাইনাল দিয়ে শুরু এরপর মাঠ বদলেছে, প্রতিপক্ষ বদলেছে। কিন্তু ভাগ্যতে পরিবর্তন হয়নি প্রোটিয়াদের। দক্ষিণ আফ্রিকা বুঝল এবং বুঝালো চাপের মুখে ভেঙে পড়ার অতীত ইতিহাস পাশ কাটিয়ে যাওয়া এতটা সহজ নয়। ওয়ানডে বিশ্বকাপে পাঁচবার, টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার মোট সাতবার সেমিফাইনাল থেকে কেঁদে বিদায় নিতে হয়েছিল। এবার স্বপ্ন ভাঙলো শিরোপা থেকে হাতছোঁয়া দূরত্বে থেকে। এই দুর্ভাগ্য যেন কাটার নয়!

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর