শিরোনাম
৩০ জুন, ২০২৪ ০৮:৫৭

ইউরোর কোয়ার্টারে জার্মানি

অনলাইন ডেস্ক

ইউরোর কোয়ার্টারে জার্মানি

শিরোপা জয়ের লক্ষ্যই স্বাগতিক হিসেবে ইউরোতে খেলছে জার্মানি। গ্রুপপবের্র পর এবার শেষ ষোলোতে ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে দলটি। জয় তুলেছে ২-০ গোলে। শেষ ষোলোয় স্পেন-জর্জিয়া ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে জার্মানির। 

এদিন অবশ্য প্রথমার্ধে জার্মানিকে গোল করতে দেয়নি ডেনিশরা। উল্টো দ্বিতীয়ার্ধে মাঠে নেমে জার্মানির জালে বল জড়িয়ে উল্লাসে মেতেছিল ডেনিশরা। যদিও তাদের সেই গোল শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় ভিএআরে। ম্যাচের ৪৮ মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের ফ্রি কিক থেকে ডিফেন্ডার জোয়াকিম অ্যান্ডারসেনর গোলটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় অফসাইডে।

এরপরই যেন দিশা ফিরে জার্মানদের। ম্যাচের ৫৩ মিনিটে জার্মানির আক্রমণে বক্সের ভেতর বলে হাত লাগিয়ে বসেন অ্যান্ডারসন! পেনাল্টি থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন হাভার্টজ। দ্বিতীয় ব্যবধান দ্বিগুণ করতেও খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি জার্মানিকে। ম্যাচের ৬৮ মিনিটে শোলটারবেকের লম্বা পাস ধরে ডেনিশ রক্ষণ ভেঙে গোল করেন জার্মান তারকা মুসিয়ালা। চলতি ইউরোয় এটি তাঁর তৃতীয় গোল। এরপরও আরও বেশ কয়েকবার আক্রমণ শানিয়েছে জার্মানি। তবে সেই আক্রমণে ডেনিশদের রক্ষণে চিড় ধরানো যায়নি। 

দ্বিতীয়ার্ধে গোল পেলেও জার্মানদের আক্রমণে বেশি দাপট ছিল প্রথমার্ধেই। প্রথমার্ধে ৫৯ শতাংশ সময় বল দখলে রেখে ডেনমার্কের রক্ষণে ৩৪টি আক্রমণ করেছে জার্মানি। শট নিয়েছে ৮টি। ডেনমার্ক ১৭টি আক্রমণ থেকে শট নিয়েছে ৭টি। যদিও কেউই পায়নি জালের দেখা। দ্বিতীয়ার্ধেই এসেছে ম্যাচের ফল।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর