শিরোনাম
৩০ জুন, ২০২৪ ১১:৪৩

কোহলিকে নিয়ে যা বললেন রোহিত

অনলাইন ডেস্ক

কোহলিকে নিয়ে যা বললেন রোহিত

ভারত ও দক্ষিণ আফ্রিকার ফাইনালের মাধ্যমে নবম টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের পর্দা নেমেছে। আরও একবার বিশ্বসেরা হয়েছে ভারত। ২০১৩ সালের পর ক্রিকেটের কোনো বিশ্ব আসরে এই প্রথম চ্যাম্পিয়ন হলো ভারত। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছিল দলটা। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবার (২০১৭), টি-২০ বিশ্বকাপে একবার (২০১৪) এবং ওয়ানডে বিশ্বকাপে একবার (২০২৩) ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও দুবার ফাইনাল খেলে শিরোপাবঞ্চিত হয়েছে। অবশেষে সাফল্য ধরা দিলো রোহিত শর্মাদের হাতে।

রোহিত স্বীকার করে নিয়েছেন গত ৩-৪ বছরের ধারাবাহিকতার ফসল এই বিশ্বকাপ, ‘গত তিন-চার বছর ধরে আমরা কীসের মধ্যে দিয়ে গেছি, সেটা বলা খুব কঠিন। পর্দার আড়ালেও অনেক কিছু হয়েছে। এটা শুধু আজকের না, আমরা গত তিন-চার বছর ধরে যা করছি তার ফল। আমরা অনেক চাপের ম্যাচ খেলেছি, শেষে ভুল দিকে থেকেছি।’

কোহলির ইনিংস নিয়ে রোহিত বলেন, ‘কোহলির ফর্ম নিয়ে কারো দ্বিধা ছিল না। আমরা জানি তার মান কেমন, বড় উপলক্ষে বড় খেলোয়াড় দাঁড়িয়ে গিয়েছে। কোহলি আমাদের জন্য একপ্রান্ত ধরে রেখেছে, আমরা চেয়েছি একজন যতটা সম্ভব সময় উইকেটে থাকুক। এখানে কেউ গিয়েই খেলার মতো উইকেট ছিল না।’

‘এখানেই কোহালির অভিজ্ঞতা চলে এসেছে। আমি তার সঙ্গে অনেক বছর ধরে খেলেছি এমনকি আমিও জানি না কীভাবে সে এসব করে। এটা ছিল মাস্টারক্লাস ইনিংস। তার স্কিলে ভরসা রেখেছে আর সে অনেক আত্মবিশ্বাসী ছিল।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর