৯ জুলাই, ২০২৪ ১৩:৪০

চাকরি হারালেন প্যারাগুয়ের কোচ

অনলাইন ডেস্ক

চাকরি হারালেন প্যারাগুয়ের কোচ

কোপা আমেরিকায় ব্রাজিলের সঙ্গে গ্রুপ ‘ডি’তে ছিল প্যারাগুয়ে। কিন্তু এই পর্বের একটি ম্যাচও জিততে পারেনি তারা। ৩ গোলের বিপরীতে ৮ গোল হজম করে বিদায় নিতে হয় আসর থেকে। এমন ব্যর্থতার কারণে চাকরি হারালেন দলটির কোচ দানিয়েল গার্নেরো।

গতকাল এক বিবৃতিতে গার্নেরোকে ছাটাই করার বিষয়টি নিশ্চিত করে প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন। ৫৫ বছর বয়সী এই কোচ ২০২৩ সালের সেপ্টেম্বরে স্থলাভিষিক্ত হয়েছিলেন গিয়ের্মো বারোস শেলোতোর। কিন্তু এক বছরের কম সময়েই হারাতে হলো চাকরি।

কোপা আমেরিকার গ্রুপপর্বে তাদের শুরুটা হয় কলম্বিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে হারো। পরের ম্যাচে ব্রাজিল ৪-১ ব্যবধানে উড়িয়ে দেয় দলটিকে। শেষ ম্যাচে কোস্টা রিকার বিপক্ষে তারা হারে ২-১ ব্যবধানে।  

গার্নেরোর কোচিংয়ে দশ ম্যাচ খেলে প্যারাগুয়ের জয় মাত্র ২টি। এই দশ ম্যাচে ৫ গোলের বিপরীতে তার দল হজম করে ১৩টি। কোপা আমেরিকায় ব্যর্থতা ছাড়াও বিশ্বকাপ বাছাইয়েও ভালো অবস্থায় নেই প্যারাগুয়ে। ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে সাত নম্বরে আছে তারা।

 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর