১৭ জুলাই, ২০২৪ ১৩:২৮

বর্ণবাদী গানের পর ক্ষমা চাইলেন ফার্নান্দেজ

অনলাইন ডেস্ক

বর্ণবাদী গানের পর ক্ষমা চাইলেন ফার্নান্দেজ

ফুটবল ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে টানা তিনটি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। বর্তমানে বুয়েন্স এইরেসে উৎসবের স্রোতে ভাসছে আর্জেন্টিনা দল। উৎসবের রঙয়ে রঙ্গিন হওয়ার মাঝেই ‘অপমানজনক’ ভাষায় ফ্রান্স দলকে নিয়ে গান গাওয়ায় ক্ষমা চাইলেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। কোপা আমেরিকা জয়ের উন্মাদনা পেয়ে বসেছিল তাঁকে, এমনও জানিয়েছেন তিনি।

গত রবিবার মায়ামিতে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা দলটির টিম বাসের উদযাপনের এক লাইভ ভিডিওতে ফ্রান্সকে ঘিরে করা ওই বর্ণবাদী গানটি শোনা যায়। সে ভিডিওটি পোস্ট করা হয়েছিল ফার্নান্দেজের অ্যাকাউন্ট থেকে। ২০২২ সালের বিশ্বকাপে ফাইনালের প্রতিপক্ষ ফ্রান্স দলকে নিয়ে ওই গানটি বানিয়েছিলেন আর্জেন্টিনার সমর্থকেরা। সে সময় ফ্রান্সের তারকা স্ট্রাইকার ও এখনকার অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেও ছিলেন সে গানের লক্ষ্যে।

ফার্নান্দেজের ভিডিওতে তিনিসহ অন্যদের সেটিই গাইতে শোনা গেছে। তবে এরপর ইনস্টাগ্রামের এক স্টোরিতে এ নিয়ে ক্ষমা চেয়ে ফার্নান্দেজ লিখেছেন, ‘জাতীয় দলের উদযাপনে আমার ইনস্টাগ্রাম চ্যানেলে একটি ভিডিও পোস্ট করার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাই।’

তিনি বলেন, ‘এ গানে অত্যন্ত অপমানজনক ভাষা আছে এবং এসব শব্দ ব্যবহারের কোনো অজুহাতই নেই। সব ধরনের বৈষম্যের বিপক্ষে আমি। আমাদের কোপা আমেরিকা উদযাপনের উন্মাদনায় পড়ে গিয়েছিলাম বলে ক্ষমা চাই।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর