২৭ জুলাই, ২০২৪ ১০:৪০

অলিম্পিকে গিয়ে চুরির শিকার ব্রাজিল কিংবদন্তি জিকো

অনলাইন ডেস্ক

অলিম্পিকে গিয়ে চুরির শিকার ব্রাজিল কিংবদন্তি জিকো

প্যারিসে অলিম্পিকের আগে চুরির শিকার হয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো। বৃহস্পতিবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে হোটেল থেকে বের হওয়ার পর এ ঘটনা ঘটে।

ব্রাজিলের সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার জিকো একটি ট্যাক্সিতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন, এই সময় জিকো একটি স্যুটকেস বহন করছিলেন; যাতে একটি রোলেক্স ঘড়ি, একটি হীরার নেকলেস এবং ২০০০ ইউরো এবং ২০০০ ডলার মূল্যের নগদ ছিল। তখন গাড়ির কাছে এসে কেউ একজন তাকে বিভ্রান্ত করে অন্য একজন তার কাছ থেকে স্যুটকেসটি চুরি করে নিয়ে যায়।

চুরির ঘটনায় জিকো প্যারিস পুলিশের কাছে অভিযোগ করেছেন। দোষীদের খুঁজে বের করতে তদন্ত চলছে। জিকোর আশা প্যারিস পুলিশ অভিযুক্তদের খুঁজে বের করে চুরি হওয়া জিনিসগুলো উদ্ধার করতে পারবে।

অলিম্পিক গেমসে ব্রাজিলের প্রতিনিধি হিসেবে ৭১ বছর ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ফ্রান্সের রাজধানীতে আমন্ত্রণ জানানো হয়েছিল।


সূত্র: গোল ডট কম


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর