২৭ জুলাই, ২০২৪ ১৭:১৫

প্যারিস অলিম্পিকের প্রথম পদক কাজাখস্তানের

অনলাইন ডেস্ক

প্যারিস অলিম্পিকের প্রথম পদক কাজাখস্তানের

সংগৃহীত ছবি

আনুষ্ঠানিকভাবে আজ (২৭ জুলাই) শুরু হয়েছে প্যারিস অলিম্পিক। সঙ্গে শুরু হয়েছে পদকের লড়াইও। প্রথম পদক জিতেছে কাজাখস্তান। সাতপায়েভ ইসলাম-লে আলেকজান্দ্রারের পদকটি এবারের অলিম্পিকের প্রথম পদক।যদিও ফুটবল ও রাগবি সেভেন শুরু হয়ে গেছে তিন দিন আগেই।

শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল দলগত মিশ্র ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে কাজাখস্তান। ব্রোঞ্জের লড়াইয়ে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ-আনা ইয়ানসেন জুটিকে হারিয়েছে কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম-লে আলেকজান্দ্রা জুটি।

সিন নদীতে কাল রাতে হয়ে গেল প্যারিস অলিম্পিকের বৃষ্টিস্নাত উদ্বোধনী অনুষ্ঠান।

অলিম্পিকের ইতিহাসে এই প্রথম মূল স্টেডিয়ামের বাইরে হলো গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠান রাঙিয়েছেন সেলিন ডিওন, নাকুমারার মতো বিনোদন জগতের তারকারা।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর