২৭ জুলাই, ২০২৪ ১৮:৪৮

প্যারিস অলিম্পিকস: স্প্রিংবোর্ডেও স্বর্ণ চীনের

অনলাইন ডেস্ক

প্যারিস অলিম্পিকস: স্প্রিংবোর্ডেও স্বর্ণ চীনের

প্যারিস অলিম্পিকসে প্রথম স্বর্ণ জিতেছিল চীন। এরপর দ্বিতীয় স্বর্ণপদকও নিজেদের ঘরেই নিল শি জিনপিংয়ের দেশ। শুটিংয়ের পর মেয়েদের সিনক্রোনাইজড স্প্রিংবোর্ড ইভেন্টে বাজিমাত করে চীন।

আজ শনিবার অ্যাকুয়াটিক সেন্টারে সিনক্রোনাইজড তিন মিটার স্প্রিংবোর্ডে ৩৩৭.৬৮ স্কোর গড়ে সেরা হয় চীনের ইয়ানি চ্যাং-ইওয়েন চেন জুটি।

পাঁচ ডাইভেই সর্বোচ্চ স্কোর করে চীনের মেয়েরা। এই ইভেন্টে টানা ছয় আসরে স্বর্ণ জিতল দেশটি।

যুক্তরাষ্ট্রের সারাহ ব্যাকন ও ক্যাসিডি কুক জুটি পেয়েছেন রুপা (৩১৪ দশমিক ৬৪ স্কোর)। এই পদক দিয়ে চলতি আসরে প্রাপ্তির খাতায় প্রথম আঁচড়টি ফেলল তারা।

৩০২ দশমিক ২৮ স্কোর করে ব্রোঞ্জ পেয়েছে ব্রিটেন। অলিম্পিকের ইতিহাসে এই ইভেন্ট থেকে প্রথম পদক পাওয়ার পাশাপাশি প্যারিসের আসরে প্রথম পদকও পেল তারা।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর