২৮ জুলাই, ২০২৪ ১৩:৫৬

অলিম্পিক ভিলেজে বক্সিং কোচের মৃত্যু

অনলাইন ডেস্ক

অলিম্পিক ভিলেজে বক্সিং কোচের মৃত্যু

গত শুক্রবার প্যারিস অলিম্পিক গেমস উদ্বোধনের কিছু সময় আগে মারা গেছেন সামোয়ার বক্সিং কোচ লিওনেল এলিকা ফাতুপাইতো। এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন। 

সিন নদীর তীরে জমকালো আয়োজনে উদ্বোধন হয়েছে প্যারিস অলিম্পিকের। তার আগে গেমস ভিলেজে অবস্থান করছিলেন সামোয়ার বক্সিং কোচ। সেখানেই মৃত্যু হয় তার। ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা যেতে পারেন। 

আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘বক্সিং কোচের মৃত্যুতে আমরা আইবিএফ পরিবার সমবেদনা জানাচ্ছে। সামোয়ার জাতীয় বক্সিং কোচ লিওনেল এলিকা ফাতুপাইতোর পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতিও আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। খেলাধুলার প্রতি লিওনেলের অবদান উদাহরণ হয়ে থাকবে। তার অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

বক্সিং কোচের মৃত্যুর বিষয়টি জানিয়েছে সামোয়ার অলিম্পিক কমিটিও। উল্লেখ্য, প্যারিস অলিম্পিকে বক্সার আতো প্লডজিকি সামোয়ার প্রতিনিধিত্ব করছেন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর