২৮ জুলাই, ২০২৪ ২০:০৮

নারী এশিয়া কাপ : ভারতকে হারিয়ে শ্রীলঙ্কার প্রথম শিরোপা

অনলাইন ডেস্ক

নারী এশিয়া কাপ : ভারতকে হারিয়ে শ্রীলঙ্কার প্রথম শিরোপা

ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতলো শ্রীলঙ্কার মেয়েরা। রবিবার ডাম্বুলায় ১৬৫ রানের জবাবে খেলতে নেমে ৮ উইকেট ও ৮ বল হাতে রেখেই জয় পায় শ্রীলঙ্কা। এটি নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার প্রথম শিরোপা।

আগে ব্যাটিংয়ে নেমে ভারতীয় ওপেনার শেফালি ভার্মা ১৯ বলে ১৬ রান করে বিদায় নিলেও আরেক ওপেনার স্মৃতি মান্ধানার ব্যাট থেকে আসে ৪৭ বলে ৬০ রান। তিনে নামা উমা ছেত্রী ৯ ও চারে নামা হারমনপ্রীত ১১ রানে ফেরেন। শেষদিকে রদ্রিগেজ ২৯ ও রিচা ঘোষের ৩০ রান ভারতকে লড়াই করার পুঁজি এনে দেয়।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারেই ওপেনার বিষ্মী গুণারত্নে ফেরেন রান আউট হয়ে। দলের সংগ্রহ তখন মাত্র ৭। এরপর দারুণভাবে হাল ধরেন চামারি আতাপাত্তু ও হার্শিথা সামারাবিক্রমা। দুজন মিলে দলকে নিয়ে ৯৪ রান পর্যন্ত।

১২তম ওভারে ভাঙে তাদের জুটি। ভারতীয় স্পিনার শর্মার বলে সুইপ শট খেলতে গিয়ে বোল্ড হন চামারি। তিনি ৪৩ বলে ৬১ রান করেন। তার বিদায়ের পর দায়িত্ব কাঁধে তুলে নেন সামারাবিক্রমা। ৫১ বলে ৬৯ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। এ ছাড়া ১৬ বলে ৩০ রান নিয়ে অপরাজিত থাকেন দিলহারি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর