২ আগস্ট, ২০২৪ ২৩:২৮

শিয়াওতেকের দাপট থামিয়ে ফাইনালে চিংওয়ান

অনলাইন ডেস্ক

শিয়াওতেকের দাপট থামিয়ে ফাইনালে চিংওয়ান

সংগৃহীত ছবি

প্যারিসের ক্লে কোর্টে গত কয়েক বছরে একরকম অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন ইগা শিয়াওতেক। টানা তিনবার জিতে নেন ফরাসি ওপেনের শিরোপা। প্যারিস অলিম্পিকসেও নারী এককে ফেভারিটদের একজন ছিলেন তিনি। ছিলেন বলতে হচ্ছে কারণ র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকাকে সরাসরি সেটে উড়িয়ে ফাইনালে উঠেছেন চীনের জং চিংওয়ান।

সেমিফাইনালে ২৩ বছর বয়সী পোলিশ তারকাকে ৬-২, ৭-৫ গেমে হারান ষষ্ঠ বাছাই চিংওয়ান। এই হারে রোলাঁ গাঁরোয় শিয়াওতেকের টানা ২৫ ম্যাচের জয়যাত্রা থেমে গেল। এখানে সবশেষ হেরেছিলেন ২০২১ সালে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে। অলিম্পিকসে প্রথম সোনার পদক জয়ের আরেকটি চেষ্টা করার জন্য আরও চার বছর অপেক্ষা করতে হবে পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকাকে।

অন্যদিকে, প্রথম চাইনিজ খেলোয়াড় হিসেবে অলিম্পিকসে টেনিসের এককে ফাইনালে উঠলেন গত অস্ট্রেলিয়ান ওপেনের রানার্সআপ চিংওয়ান। সোনার পদকের লড়াইয়ে শনিবার (০৩ আগস্ট) ২১ বছর বয়সী এই খেলোয়াড় খেলবেন ক্রোয়েশিয়ার দোনা ভেকিচ অথবা স্লোভাকিয়ার আনা ক্যারোলিনার বিপক্ষে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর