২৩ আগস্ট, ২০২৪ ০৯:৪৩

এখনো অনেক খেলা বাকি: টাইগার ব্যাটিং কোচ

অনলাইন ডেস্ক

এখনো অনেক খেলা বাকি: টাইগার ব্যাটিং কোচ

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন ১৬ রানে পাকিস্তানের ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। তবে সেই ধাক্কা কাটিয়ে এখন স্বাগতিকেরাই উল্টো বাংলাদেশকে চাপে ফেলেছে। মোহাম্মদ রিজওয়ান (১৭১*) ও সৌদ শাকিলের (১৪১) জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংস ৬ উইকেটে ৪৪৮ রানে ঘোষণা করেছে স্বাগতিকরা।

বড় রানের চাপ নিয়ে বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে বিনা উইকেটে ২৭ রানে। ৪২১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে বাংলাদেশ। আজ (শুক্রবার) টেস্টের নিয়ন্ত্রণ নিতে চাইলে দুর্দান্ত কিছু করতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে। শিষ্যদের সেই সামর্থ্য আছে বলে মনে করছেন বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্প।

ব্যাটিংয়ের জন্য উইকেট ভালো আছে বলেই সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের উপর বিশ্বাস রাখছেন হেম্প। ব্যাটিং কোচ বলেছেন, ‘আমরা আক্রমণাত্মক বোলিং মোকাবেলার প্রস্তুতি রাখছি। কালকের ব্যাটিং দেখে এরপর চতুর্থ ও পঞ্চম দিনের পরিকল্পনা সাজাব। এখনও অনেক খেলা বাকি। যদি আমরা তাদের ধারেকাছে যাই বা ছাড়িয়ে যেতে পারি, এরপর বোঝা যাবে। আপাতত ব্যাটিংয়ের জন্য ভালো উইকেটই মনে হচ্ছে।’

কন্ডিশন কাজে লাগিয়ে খেলার কথাও জানিয়েছেন হেম্প। তিনি বলেছেন, ‘পাকিস্তানের অত্যন্ত ভালো ৪ জন পেসার আছে। আমাদের জন্য এটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আমরা যতটা সম্ভব ইতিবাচক থাকতে চাই, যত বেশি সম্ভব রান বের করতে চাই। উইকেট এখনও ব্যাটিংয়ের জন্য ভালো, এটাই আমরা আগামী সময়টায় কাজে লাগাতে চাই।’

আর দুই অপরাজিত ব্যাটার সাদমান ইসলাম (১২) ও জাকির হাসান (১১) দ্বিতীয় দিনের শেষ বিকেলটা দারুণভাবে শেষ করায় খুশি হয়েছেন হেম্প। ৫৩ বছর বয়সী বারমুডার কোচ বলেছেন, ‘দিনের শেষ ভাগে শেষ ১২ ওভার তারা যেভাবে খেলেছে, আমি খুবই আনন্দিত। খুব চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। আমাদের শেষ আধঘণ্টা ব্যাট করতে হয়েছে। বিশেষ করে সারাদিন ফিল্ডিংয়ে খাটুনি দেওয়ার পর। তবে আমাদের শৃঙ্খলা ধরে রেখে প্রচুর রান করতে হবে।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর