ফের চোট হানা দিয়েছে অস্ট্রেলিয়ার পেস বোলিং বিভাগে। স্পেন্সার জনসনের পর এবার ছিটকে গেছেন জশ হেইজেলউড। শুরুর আগেই শেষ হয়ে গেছে অভিজ্ঞ পেসারের স্কটল্যান্ড সিরিজ।
স্কটিশদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। সিরিজটির জন্য হেইজেলউডের বদলি হিসেবে রাইলি মেরেডিথকে দলে ডেকেছে তারা। আসন্ন সিরিজের জন্য প্রস্তুতি নেওয়ার পথেই বিপদে পড়েন হেইজেলউড। গত সপ্তাহে অনুশীলনের সময় পেশিতে টান লাগে তার। চোট অবশ্য গুরুতর নয়। সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে তার খেলতে পারা নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়া।
লম্বা সময় পর টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করার সুযোগ মেরেডিথের সামনে। এই সংস্করণে দেশের হয়ে খেলা পাঁচ ম্যাচের সবশেষটি খেলেন তিনি ২০২১ সালে।মেরেডিথসহ স্কটল্যান্ড সিরিজের অস্ট্রেলিয়া দলে বিশেষজ্ঞ পেসার জাভিয়ার বার্টলেট, শন অ্যাবট ও ন্যাথান এলিস। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শ। স্পিনার বিভাগ সামলাবেন লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা ও কুপার কোনোলি। স্কটল্যান্ডের উদ্দেশে সোমবার দেশ ছাড়বে অস্ট্রেলিয়া। দুই দলের ম্যাচ তিনটি মাঠে গড়াবে ৪, ৬ ও ৭ সেপ্টেম্বর।
স্কটল্যান্ড সিরিজের অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), শন অ্যাবট, জাভিয়ার বার্টলেট, কুপার কোনোলি, টিম ডেভিড, ন্যাথান এলিস, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, রাইলি মেরেডিথ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ