২৬ আগস্ট, ২০২৪ ১৪:৫১

প্রথমবার ইংল্যান্ড দলে ডাক পেলেন জশ হাল

অনলাইন ডেস্ক

প্রথমবার ইংল্যান্ড দলে ডাক পেলেন জশ হাল

জশ হাল

শঙ্কাটাই সত্যি হলো। ঊরুর চোটে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেলেন গতিময় পেসার মার্ক উড। তার বদলি হিসেবে প্রথমবার ইংল্যান্ড দলে ডাক পেলেন তরুণ বাঁহাতি পেসার জশ হাল।

ম্যানচেস্টারে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন বোলিংয়ের সময় অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়েন উড। চতুর্থ দিন আর মাঠে নামেননি তিনি। ৫ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিবৃতি দিয়ে জানায়, স্ক্যানের পর উডের ডান ঊরুর পেশিতে চোট ধরা পড়েছে।

দলে ডাক পাওয়া ২০ বছর বয়সী হাল এখন পর্যন্ত ৯টি প্রথম শ্রেণির ম্যাচে উইকেট নিয়েছেন ১৫টি। গত মৌসুমে লেস্টারশায়ারের ওয়ানডে কাপ জয়ে বড় অবদান রাখেন ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার এই বোলার।

লর্ডসে আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে হালের খেলার সম্ভাবনা আছে সামান্যই। উডের জায়গায় একাদশে দেখা যেতে পারে অলিভার স্টোনকে। ৩০ বছর বয়সী এই পেসার তিন টেস্টের সবশেষটি খেলেছেন ২০২১ সালের জুনে, নিউ জিল্যান্ডের বিপক্ষে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর