২৮ আগস্ট, ২০২৪ ১৪:৪৩

নাম-নকশা বদলে হবে পূর্বাচলের স্টেডিয়াম

অনলাইন ডেস্ক

নাম-নকশা বদলে হবে পূর্বাচলের স্টেডিয়াম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেগা প্রজেক্ট হিসেবে পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল। নৌকার আদলে ওই স্টেডিয়ামটি হওয়ার কথা ছিল বিসিবির অর্থায়নেই। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর এখন সেটি হবে কি না, এ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্টেডিয়াম করার বাস্তবতা এখন নেই। নৌকার আদলে করলেও সেটি ভেঙে ফেলার শঙ্কা থাকে। এজন্য নাম, নকশা বদলে দিতেই হবে। তবে স্টেডিয়ামটি কী হবে?

বিসিবি সংশ্লিষ্টরা বলছেন, স্টেডিয়ামটি প্রয়োজন তাদের। ২০৩১ সালে বাংলাদেশে হওয়ার কথা রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য ভেন্যু বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া আছে আইসিসিকে।  

বৃহস্পতিবার বোর্ড সভায় শেখ হাসিনা স্টেডিয়ামের ভবিষ্যৎ চূড়ান্ত হতে পারে। এই স্টেডিয়াম নির্মাণের কাজ পেতে আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছিল আগের বোর্ড থাকতেই। সেটি এখনও থাকবে কি না, তা ঠিক করতে হবে ফারুক আহমেদের বোর্ডে।

মঙ্গলবার নিজেদের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে বিসিবি পরিচালক আকরাম খান বলেন, ‘আমরা (এই বোর্ড) আগামী বছরের অক্টোবর পর্যন্ত আছি। এই সময়ের মধ্যে বড় কোনো প্রকল্পে হয়তো আমরা হাত দিতে পারব না। ছোট ছোট যে কাজ আছে, সেগুলো শেষ করতে চাই।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর