৩ সেপ্টেম্বর, ২০২৪ ১২:২৯

বিদায় নিলেন সাদমান

অনলাইন ডেস্ক

বিদায় নিলেন সাদমান

পঞ্চম দিনে ধৈর্য্যের পরীক্ষাতে ব্যর্থ হলেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। চতুর্থ দিনশেষে কোনো উইকেট না হারিয়ে পঞ্চম দিন শুরু করা বাংলাদেশ দলীয় ৭০ রানের মধ্যে হারায় দুই ওপেনারকে।

চতুর্থ দিনশেষে স্কোরবোর্ডে ৪২ রান তুলে ফেলায় পঞ্চম দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৪৩ রান। সেই লক্ষ্যে মাঠে নামলেও শুরুটা ভালো হয়নি শান্তদের। দিনের শুরুতেই মির হামজার বলে বিদায় নেন ওপেনার জাকির হাসান। আউটের আগে ৩৯ বলে ৪০ রান করেন তিনি।

এরপর ৫১ বলে ২৪ রান করে খুররাম শেহজাদের বলে শান মাসুদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান।

বৃষ্টির কারণে রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনের খেলা বন্ধ হয়েছিল অনেকটা সময় বাকি থাকতেই। ফলে জয়ের অপেক্ষা বাড়ে বাংলাদেশের।

এই ম্যাচে জিততে পারলে পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্টে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবাবে বাংলাদেশ। এছাড়া প্রথমবার টেস্ট সিরিজ জয়ের স্বাদও উপভোগ করবে টাইগাররা। কারণ, সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

পরিসংখ্যানও কথা বলছে বাংলাদেশর পক্ষে। গতকাল বাংলাদেশকে মাত্র ১৮৫ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। এত কম রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে এর আগে কখনো হারেনি বাংলাদেশ।

২০০৯ সালে গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৬ রানের লক্ষ্যে খেলতে নেমেছিল বাংলাদেশ। ওই ম্যাচে টাইগাররা জয় পেয়েছে ৪ উইকেট হাতে রেখে। এরপর ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেও ৪ উইকেটের জয় পায় টাইগাররা।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর