শিরোনাম
৩ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:৩৩

১৫৫ রান, ১০ উইকেট: সিরিজসেরা অলরাউন্ডার মিরাজ

অনলাইন ডেস্ক

১৫৫ রান, ১০ উইকেট: সিরিজসেরা অলরাউন্ডার মিরাজ

মেহেদী হাসান মিরাজ। নামটা এবার একটু আলাদা করেই মনে রাখতে হবে। বাংলাদেশ পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে প্রথমবারের মতো টেস্টে হোয়াইটওয়াশ করে ইতিহাস লিখেছে। আর সেই ইতিহাসের বড় অংশ হয়েছেন মিরাজ।

পাকিস্তানের বিপক্ষে বল আর ব্যাটে দারুণ করেছেন মিরাজ। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৫৫ রান করেছেন ব্যাটার মিরাজ। আর বোলার মিরাজ নিয়েছেন ১০ উইকেট।

আর এই নৈপুণ্যে তার হাতে উঠেছে সিরিজ সেরার পুরস্কার।

রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এতে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এই জয়ে পাকিস্তানিদের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয়ও নিশ্চিত করে বাংলাদেশ।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয়টি একরকম অবিশ্বাস্য ছিল। প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছিল নাজমুল হোসেন শান্তর দল। এরপর লিটন দাসের সঙ্গে ১৫৬ রানের অনবদ্য এক জুটি করেন মিরাজ। তবে সেঞ্চুরি করতে আক্ষেপ নিয়ে ফিরতে হয় মিরাজকে। ৭৮ রানে আউট হয়ে যান তিনি।

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর