শিরোনাম
৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৪৫

সেরা ছন্দে ফেরার আশায় ব্রাজিল

অনলাইন ডেস্ক

সেরা ছন্দে ফেরার আশায় ব্রাজিল

কোপা আমেরিকায় ব্যর্থ হয়েছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়েও ধুঁকছে সেলেসাওরা। ছয় ম্যাচে জিতেছে মাত্র দুটিতে, হার তিনটি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এখন ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে। হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে আগামীকাল ভোরে ইকুয়েডরের বিপক্ষে নামছে হলুদ জার্সিধারীরা। বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচ হবে ব্রাজিলের এস্তাদিও পেরেইরা স্টেডিয়ামে।

এমন পরিস্থিতিতে ফলাফলের চেয়েও দলটির খেলোয়াড়দের খেলার কৌশল ও মানসিকতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে কোচ দরিভাল জুনিয়র নতুন শুরুর আশা দেখছেন, ‘আমাদের সব মনোযোগ এখন বিশ্বকাপ বাছাই ঘিরে। ছেলেদের বলেছি, আমাদের সেরা ছন্দে ফিরতে হবে।’

ইকুয়েডরের পর ১১ সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। এখনো চোট থেকে সেরে উঠতে পারেননি নেইমার। নিষেধাজ্ঞায় আছেন রাফিনিয়া। আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোর সঙ্গে দেখা যাবে এনদ্রিককে। দলে নতুন এসেছেন ১৭ বছরের তরুণ এস্তেভাও উইলিয়ান।

৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৬-এ আছে দরিভালের দল। ৮ পয়েন্ট নিয়ে ইকুয়েডর আছে পঞ্চম স্থানে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর