৮ সেপ্টেম্বর, ২০২৪ ১১:২৫

আন্তর্জাতিক ক্রিকেট থেকে মঈন আলীর অবসরের ঘোষণা

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে মঈন আলীর অবসরের ঘোষণা

মঈন আলী

ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীকে জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে দলে সুযোগ না পাওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। 

৩৭ বছর বয়সী মঈন আলী ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকারে এই স্পিন বোলিং অলরাউন্ডার বলেছেন, ‘ইংলিশ ক্রিকেটে তার অধ্যায় শেষ, এখন পরবর্তী প্রজন্মের সময়।’

নিজের অবসর নিয়ে মঈন বলেছেন, ‘আমার বয়স ৩৭ বছর। অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পাইনি। ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি। এখন পরের প্রজন্মের সময়, এটা আমাকে ব্যাখ্যা করা হয়েছে। আমার অধ্যায় শেষ।’

টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নেওয়া মঈন ইংল্যান্ডের হয়ে ২৯৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সর্বশেষ তিনটি বিশ্বকাপে ছিলেন দলের সহ-অধিনায়ক।

তবে সম্প্রতি ভালো যাচ্ছিল না তার। বিশেষ করে ব্যাট হাতে। মঈনের ব্যাট থেকে ওয়ানডে ক্রিকেটে সর্বশেষ ফিফটি এসেছে ২০২৩ সালের জানুয়ারিতে। এরপর ১৩ ইনিংসে তার সর্বোচ্চ ব্যক্তিগত রান ৪২।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বশেষ ৫ ম্যাচে তার সর্বোচ্চ রানের ইনিংস ২৫। তাই বয়স আর ফর্ম বিবেচনায় অস্ট্রেলিয়া সিরিজে মঈনকে নেওয়া হয়নি। দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পাঁচ ক্রিকেটার জর্ডান কক্স, ড্যান মৌসলি, জশ হাল, জন টার্নার ও জ্যাকব বেথেল।

বিডি প্রতিদিন/জুনাইদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর