শিরোনাম
২১ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:০১

তামিমকে টপকে শীর্ষে মুশফিক

অনলাইন ডেস্ক

তামিমকে টপকে শীর্ষে মুশফিক

তামিমকে টপকে শীর্ষে মুশফিক

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন মুশফিকুর রহিম। শনিবার ভারতের বিপক্ষে এই কীর্তি অর্জন করেন তিনি।

এদিন, রবিচন্দ্রন অশ্বিনকে ছক্কা মারার পরের বলেই সাজঘরে ফিরলেন মুশফিকুর রহিম। খানিকটা এগিয়ে এসে ড্রাইভ করতে গিয়ে লোকেশ রাহুলের হাতে ক্যাচ তুলে দেন।

তবে ১১ বলে ১৩ রান করে ফেরার আগে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকার সিংহাসনে বসেন তিনি। টপকে যান তামিম ইকবালকে।

তিন ফরম্যাট মিলিয়ে ৪৬৪ ম্যাচে ৫১৪ ইনিংস খেলে ১৫ হাজার ২০৫ রান করেছেন মুশফিক। তামিমকে ছাড়িয়ে যেতে কেবল ৩ রান প্রয়োজন ছিল তার। ৩১তম ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজাকে চার মেরে শীর্ষে উঠে যান তিনি।

চেন্নাই টেস্টে ধারাভাষ্য দেওয়া তামিম ৩৮৭ ম্যাচে ৪৪৮ ইনিংস খেলে ১৫ হাজার ১৯২ রান করেছেন। ১৪ হাজার ৭০০* রান নিয়ে তালিকার তিনে আছেন সাকিব আল হাসান। ১০ হাজার ৬৯৪ রান করে মাহমুদউল্লাহ রিয়াদ আছেন চতুর্থ অবস্থানে। আর ৭ হাজার ১৮৩ রান তুলে পঞ্চম লিটন দাস।

উল্লেখ্য, প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাটিং করছিলেন সাকিব।

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর