শিরোনাম
২১ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:০৩

সাকিব গড়লেন যে রেকর্ড

অনলাইন ডেস্ক

সাকিব গড়লেন যে রেকর্ড

টেস্ট ক্রিকেটে আরও একটি নজির গড়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের প্রবীণতম ক্রিকেটার হিসাবে টেস্ট খেলার কীর্তি গড়লেন অভিজ্ঞ অলরাউন্ডার। ভেঙে দিলেন মোহাম্মদ রফিকের রেকর্ড।

শনিবার সাকিবের বয়স হয়েছে ৩৭ বছর ১৮১ দিন। আরও একটি মাইলফলক স্পর্শ করলেন। এতো বেশি বয়সে বাংলাদেশের কোনও ক্রিকেটার টেস্ট খেলেননি। দেশের প্রবীণতম টেস্ট ক্রিকেটার হিসাবে নজির গড়লেন সাবেক অধিনায়ক। তিনি রফিকের রেকর্ড ভাঙলেন। বাংলাদেশের সাবেক বাঁহাতি স্পিনার ৩৭ বছর ১৮০ দিন বয়সে টেস্ট ম্যাচ খেলেছিলেন। ২০০৮ সালে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে এই নজির গড়েছিলেন তিনি।

এ ক্ষেত্রে বিশ্বরেকর্ড রয়েছে ইংল্যান্ডের উইলফ্রেড রোডসের। ১৯৩০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ৫২ বছর ১৬৫ দিন বয়সে টেস্ট খেলেছিলেন। সবচেয়ে বেশি দিন টেস্ট খেলার কৃতিত্বও তার। রোডসের টেস্টজীবনের বয়স ৩০ বছর ৩১৫ দিন। তিন দশকের বেশি সময় ধরে টেস্ট খেলার দ্বিতীয় নজির ক্রিকেটে নেই।

২০০৬ সালে অগস্টে জিম্বাবুয়ের বিরুদ্ধে এক দিনের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাকিবের। চেন্নাইয়ের ম্যাচ পর্যন্ত ৭০টি টেস্ট খেলেছেন।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর