১ অক্টোবর, ২০২৪ ১২:১১

৯৪ রানে ৭ উইকেট নেই বাংলাদেশের

অনলাইন ডেস্ক

৯৪ রানে ৭ উইকেট নেই বাংলাদেশের

কানপুর টেস্টের শেষদিনে ইতিবাচক খেলার চেষ্টা ছিল সকাল থেকে। নাজমুল হোসেন শান্ত আর সাদমান ইসলামের কল্যাণে অনেকটা সাবলীল ছিল স্কোরের চাকা। কিন্তু এরপরেই আকস্মিক ঝড়। পেসার আকাশ দীপ আর স্পিনার রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে বাংলাদেশের মিডল অর্ডার গুঁড়িয়ে গিয়েছে রান তোলার আগেই। দলীয় ৯৪ রানেই ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ। 

পঞ্চম দিনের সকালের সেশনের শুরুতেই মুমিনুল হকের উইকেট খুইয়েছিল দল। এরপর সাদমান ইসলাম আর নাজমুল হোসেন শান্তর ৫৫ রানের জুটিতে লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিল সফরকারীরা।

তবে এরপরই ঘটল বিপত্তিটা। তার মূলে আছে মনোযোগ খুইয়ে বসাটা। মাত্রই আক্রমণে আসা রবীন্দ্র জাদেজাকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন শান্ত। 

একটু পর ফিফটি করা সাদমান আকাশ দীপের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে। এক ওভারের এদিক ওদিকে দুই সেট ব্যাটারের বিদায় বাংলাদেশকে বিপাকে ফেলে দেয়।

তারপর পালা আসে লিটন দাসের। রবীন্দ্র জাদেজার হঠাৎ লাফিয়ে ওঠা বল কাট করতে গিয়ে ঋষভ পান্তের হাতে ক্যাচ দেন তিনি। সাকিব আল হাসান এরপর ফিরতি ক্যাচ দেন জাদেজাকে।

৩ রানের ব্যবধানে ৪ উইকেট খুইয়ে বাংলাদেশ কোণঠাসাই হয়ে পড়েছে এখন। 

 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর