৫ অক্টোবর, ২০২৪ ১০:৩৩

বিশ্বমঞ্চে প্রোটিয়াদের জার্সিতে ৫ প্রিয়জনের নাম, নেপথ্যে যে কারণ

অনলাইন ডেস্ক

বিশ্বমঞ্চে প্রোটিয়াদের জার্সিতে ৫ প্রিয়জনের নাম, নেপথ্যে যে কারণ

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বিশেষ জার্সি পড়ে খেলেছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা।  শুক্রবার (৪ অক্টোবর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামেন প্রোটিয়া মেয়েরা। এই ম্যাচে উইন্ডিজের মেয়েদের পাত্তাই দেয়নি তারা। 

১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত এই জয়ে দারুণ এক রেকর্ডও করেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে এর আগে এত বেশি রানের লক্ষ্য তাড়ায় ১০ উইকেট হাতে রেখে জয় পায়নি কোনো দল।

রেকর্ড গড়ার এই ম্যাচে বিশেষ জার্সি পরে খেলেছেন সাউথ আফ্রিকার মেয়েরা। খেলোয়াড়দের জার্সির কলারে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নাম এমব্রয়ডারি (সেলাইয়ের কাজ) করে বসানো ছিল।  প্রিয়জনদের সম্মান জানাতেই এই ভিন্নতা।

এই ম্যাচের আগে সামাজিক মাধ্যমে বিষয়টি জানায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

ম্যাচের আগে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানায়, দক্ষিণ আফ্রিকা নারী দলের প্রত্যেক খেলোয়াড়ের জার্সির কলারের ভেতরের অংশে তাঁদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ ব্যক্তির নাম লেখা থাকবে। সেটা মা–বাবা, ভাইবোন, দাদা–দাদি, প্রেমিক, স্বামী, কাছের বন্ধু এমনকি কোচও হতে পারেন। এর উদ্দেশ্য হলো যখন খেলোয়াড়েরা খেলতে নামবেন, তখন মাঠের বাইরে থাকা আপনজনদের স্মরণ করিয়ে দেওয়া।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট নিজের জার্সিতে মা, বাবা, দাদি, লুকা নামের একজন এবং কোচ লরি ওয়ার্ডের নাম লিখিয়েছেন। আর দলটির উইকেটকিপার সিনালো জাফটা লিখিয়েছেন তার মা ও পরামর্শকের নাম।

ওয়েস্ট ইন্ডিজকে ১১৮ রানে বেঁধে ফেলে দক্ষিণ আফ্রিকা। বাঁহাতি স্পিনার ননকুলুলেকো এমলাবা ২৯ রানে ৪ উইকেট তুলে নেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪১ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন স্টেফেনি টেইলর। দ্বিতীয় সর্বোচ্চ ২১ বলে ১৭ রান করেন শেমাইনে ক্যাম্পবেলে। ১৩ বলে ১৫ রানের ইনিংস খেলেন জাইদা জেমস। ১১ বলে ১৩ রান করেন দিয়ান্দ্রা দোতিন। এতে ক্যারিবিয়ানদের পুঁজি দাঁড়ায় ৬ উইকেটে ১১৮ রানের।

জবাবে ব্যাট করতে নেমে জোড়া ফিফটিতে জয় নিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার লরা উলভারডট ও তাজমিন ব্রিটস। ৫৫ বলে ৫৯ রান (৭ চারে) করেন অধিনায়ক লরা। ৫২ বলে ৫৭ রানের (৬ চারে) ইনিংস খেলেন তাজমিন।

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে ‘বি’গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা। দুবাইয়ে আগামী ১২ অক্টোবর মুখোমুখি হবে এই দুই দল।

বিডি প্রতিদিন/নাাজিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর