পাকিস্তান ক্রিকেটে এখন নেতৃত্বের সংকট চলছে বলে জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। দুই দিন আগে বাবর আজম দ্বিতীয় মেয়াদের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরেই এমন মন্তব্য করেছেন তিনি।
তার মতে, পাকিস্তান ক্রিকেটে এখন নেতৃত্বের সংকট চলছে। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘এখন নেতৃত্বের সংকট। পাকিস্তান ক্রিকেট এখন আইসিইউতে। চিকিৎসার জন্য কোনো বিশেষজ্ঞ নেই।’
দ্বিতীয় মেয়াদে এক বছরও অধিনায়কত্ব করার সুযোগ পাননি বাবর। তবে নেতৃত্ব ছেড়ে দেওয়াটা একটু দেরিই হয়েছে বলে মনে করেন লতিফ। সাবেক ব্যাটার বলেছেন, ‘পরবর্তীতে তার অধিনায়কত্ব নেওয়া উচিত হবে না।দলের সঙ্গে সেও পারফরম করতে পারেনি। তার নেতৃত্ব ছেড়ে দেওয়া একটু দেরিই হয়েছে। এতে করে শুধু তাকেই নয়, দলকেও মূল্য দিতে হয়েছে বলে জানিয়েছেন তিনি
বিডি প্রতিদিন/এমআই