টেস্ট সিরিজটা খুবই বাজে গেল নাজমুলদের। চেন্নাইতে বড় ব্যবধানে পরাজয়ের পর কানপুরে গিয়ে আরও বাজেভাবে পরাজিত হয় তারা। দুই দিনের বেশি বৃষ্টিতে ভেসে গেলেও ম্যাচটা ড্র করতে পারেনি বাংলাদেশ। এমন এক পরাজয়ের পর নানা ধরনের সমালোচনার মুখে পড়েছে নাজমুল বাহিনী।
কাল গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্দিয়া ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ। দুই দলেই বেশ কিছু পরিবর্তন আছে। টি-২০ ক্রিকেট থেকে অবসর নেওয়া সাকিব নেই বাংলাদেশ দলে। ভারতেও নেই রোহিত শর্মারা। পরিবর্তিত দল নিয়ে বাংলাদেশ-ভারতের টি-২০ লড়াইয়ে কী হয় তাই দেখার বিষয়।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিততে চায় বাংলাদেশ। টেস্টে লজ্জার হরের পর মুদ্রার উল্টো পিঠ দেখাতে চায় টাইগাররা। সেটিও সংস্করণের বিশেষ গুণ অনুযায়ী। অর্থাৎ, ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে। গোয়ালিয়রে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন শান্ত।বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘সত্যি বলতে আমরা সিরিজ জিততে চাই। আগ্রাসী ক্রিকেট খেলতে চাই। গত বিশ্বকাপে আমরা সেমিফাইনাল খেলার খুব ভালো একটা সুযোগ পেয়েছিলাম।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ