৫ অক্টোবর, ২০২৪ ১২:৪৪
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

হুঁশিয়ারি দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

হুঁশিয়ারি দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

শারজায় স্কটল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। জয়ের স্মৃতি টাটকা থাকতেই আজ আবার মাঠে নামছে নিগার সুলতানার দল।

দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ কাগজ-কলমের শক্তিতে অনেক এগিয়ে থাকা ইংল্যান্ড। সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে নামার আগে স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়া জয়টাই বড় অনুপ্রেরণা বাংলাদেশের।

রাত ৮টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে হুঁশিয়ারি দিয়েছেন টাইগ্রেসরা।

প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক না কেন, কোনো ছাড় না দেওয়ার কথা বলেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ হারিয়েছে স্কটল্যান্ডকে। দ্বিতীয় ম্যাচের আগে এক দিন বিরতি থাকায় ঐচ্ছিক অনুশীলন করেছেন ক্রিকেটাররা। তবু আত্মবিশ্বাস তুঙ্গে।

গতকাল অলরাউন্ডার রিতু মনি বলেছেন, ‘প্রস্তুতি খুবই ভালো, এজন্য ভালো লাগছে। অনুশীলন ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জেতার পরেই সবার মন উৎফুল্ল ছিল। প্রথম ম্যাচ জেতার পরে আমরা একই অবস্থায় রয়েছি। ইংল্যান্ডের বিপক্ষে ভালো কিছুই আশা করছি। তারা ভালো দল হলেও আমাদের দিক থেকে কোনো ছাড় দেব না আমরা। একটা ভালো লক্ষ্য নিয়ে খেলতে পারলে জয়টা আমাদের কাছেই আসবে।’

একই কথা বলেছেন ব্যাটার সোবহানা মোস্তারি। তিনি বলেছেন, ‘ইংল্যান্ড বরাবরই ভালো। বিশ্ব র‍্যাংকিংয়ে সব সময়েই এক-দুই-তিনের মধ্যে থাকে। আমাদের খুব বেশি খেলা হয়নি ইংল্যান্ডের বিপক্ষে। তারপরও আমরা অনেক আশাবাদী। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে আমরা অনেক ভালো করেছিলাম, দলটির বিপক্ষে আমাদের বোলিং ইউনিট ভালো করেছিল। আমরা চেষ্টা করব সর্বোচ্চটা দেওয়ার। তারপরে ফল বলে দেবে সবকিছু।’

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর