আজ রবিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ। তবে গোয়ালিয়রে প্রথম ম্যাচ খেলার আগেই ধাক্কা খেল ভারত।
পিঠের চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন শিভাম দুবে।
শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, একই কারণে ইরানি কাপে মুম্বাইয়ের হয়ে খেলতে পারেননি দুবে। তার বদলে ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ব্যাটার তিলক ভার্মা।গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ভাল খেলায় ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পান দুবে। ভারতের হয়ে প্রতিটি ম্যাচেই খেলেছেন তিনি। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৬ বলে ২৭ রান করেন বাঁহাতি এই ব্যাটার। তার পরিবর্তে বাংলাদেশ সিরিজে সুযোগ পাওয়া ভার্মা ১৬ টি-টোয়েন্টি খেলে করেছেন ৩৩৬ রান।
টি-টোয়েন্টি সিরিজের ভারত দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, অর্শদীপ সিং, হারশিত রানা, মায়াঙ্ক যাদব ও তিলক ভার্মা।
বিডি প্রতিদিন/একেএ