৬ অক্টোবর, ২০২৪ ১৫:০৬

ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

১৪ বছর পর গোয়ালিয়রে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। স্টেডিয়াম তৈরি হয়েছে নতুন রুপে। এখানেই আজ স্বাগতিক ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এই ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ? অভিষেক হতে পারে কিনা; তা নিয়েও রয়েছে জল্পনা।

সাকিব আল হাসান না থাকায় একাদশে তার জায়গা নেবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এছাড়াও একাদশে সুযোগ মিলতে পারে স্পিনার রাকিবুল হাসানের। আর সেটি হলে অভিষেক হবে তার।

একাদশে সুযোগ পেতে পারেন ওপেনার পারভেজ হোসেন ইমনও। সেক্ষেত্রে ওপেনার তানজিদ হাসান তামিম বাদ পড়তে পারেন। তবে একাদশে তিন পেসার থাকছেন-এটি প্রায় নিশ্চিত বলা যায়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

বিডি প্রতিদিন/জামশেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর