৭ অক্টোবর, ২০২৪ ১১:২৯

৩২ মিনিটেই হ্যাটট্রিক লেভানডফস্কির, দুর্দান্ত জয় বার্সার

অনলাইন ডেস্ক

৩২ মিনিটেই হ্যাটট্রিক লেভানডফস্কির, দুর্দান্ত জয় বার্সার

স্প্যানিশ লা লিগায় আলাভেসের মাঠে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে দুর্দান্ত জয় পেল বার্সেলোনা। মূলত রবার্ট লেভানডফস্কির হ্যাটট্রিকে আলাভেসকে উড়িয়ে দিয়েছে বার্সা।

রবিবার (৬ অক্টোবর) রাতে আলাভেসকে ০-৩ ব্যবধানে হারিয়েছে বার্সা। ম্যাচের ৩২ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানডফস্কি।

ঘরের মাঠে কাতালানদের সঙ্গে কোনো জায়গাতেই পেরে উঠেনি আলাভেস। যার প্রমাণ শতকরা ৭৩ ভাগ বল পজিশন ধরে রেখে প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৯টি অন টার্গেটের শট।

ম্যাচের শুরুটা করেন ৭ মিনিটে। রাফিনিয়ার ক্রস থেকে শুধু মাথা ছুঁইয়ে দেন বার্সেলোনা স্ট্রাইকার। দ্বিতীয় গোলেও দু’জনের যুগলবন্দি। এবার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বাঁ প্রান্ত থেকে বল বাড়ালে ফাঁকে বাড়ে বল জড়িয়ে দেন লেভা। 

আর ৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। হ্যাটট্রিক গোলে সহায়তা করেন এরিক গার্সিয়া। একইসঙ্গে চলতি মৌসুমে ৯ ম্যাচে ১০ গোল পূর্ণ হয়েছে এই তারকার। লা লিগার সর্বোচ্চ গোলস্কোরার তিনিই। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে তার গোল এখন ১২টি।

পরে আরও গোল ব্যবধান বাড়ানোর সুযোগ পেলে তা কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। অন্যদিকে গোল শোধ দেওয়ার বেশ কটি সুযোগ পেলেও পোস্ট এবং বার্সেলোনার গোলরক্ষক ইনাকি পিনা আলাভাসের সামনে প্রাচীর হয়ে দাঁড়ায়। 

লিগে বড় জয়ে ৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বার্সা। অন্যদিকে ২ ম্যাচ কম খেলে ২১ পয়েন্টে নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর