আগামী বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এবং অন্য ফুটবলারেরাও চান, মেসি ২০২৬ বিশ্বকাপে খেলুন। যদিও মেসি নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার কিকে উলফের অনুষ্ঠান ‘সিম্পলি ফুটবল’এ মেসি বলেছেন, ‘‘এ বছরটা খুব গুরুত্বপূর্ণ। ২০২৬ সালে বিশ্বকাপ খেলা নির্ভর করছে এই মৌসুমের উপর। সব কিছু ঠিক থাকলে ভাবব বিশ্বকাপ নিয়ে। যদিও এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছি। প্রতিটি দিন ধরে এগোতে চাইছি। জানি না বিশ্বকাপ খেলার মতো জায়গায় থাকব কিনা। নিজের কাছে সৎ থাকতে চাই।’’
মেসি বোঝাতে চেয়েছেন, ফিট এবং ফর্মে থাকলে তবেই বিশ্বকাপে খেলার কথা ভাববেন।
এই সাক্ষাৎকারেই বার্সেলোনায় ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন মেসি। তিনি বলেছেন, ‘‘বার্সেলোনায় ফিরে যাওয়ার ইচ্ছা ছিল আমার। কারণ গোটা ফুটবলজীবন ওখানেই থাকতে চেয়েছিলাম। কিন্তু সম্ভব হয়নি।’’ মেসি আরও বলেছেন, ‘‘২০২২ সালের বিশ্বকাপের পর বার্সেলোনা ছাড়া ইউরোপের অন্য কোনও ক্লাবে খেলার ইচ্ছা ছিল না। ওখানেই ফিরতে চেয়েছিলাম বার্সেলোনা আমরা কাছে বাড়ির মতো। আমার সব কিছু শুরু বার্সেলোনাতেই।’’
তা হলে কেন ফিরলেন না? এ নিয়ে মেসি বলেছেন, ‘‘অনেকটা পারিবারিক কারণেই বার্সেলোনায় ফেরা হয়নি। বিশ্বকাপ জয়ের পর অনেক কিছু বদলে গিয়েছিল। আমেরিকায় খেলতে আসার সিদ্ধান্তটা পারিবারিক ছিল। বলতে পারেন নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য মায়ামিতে এসেছি।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ