কলম্বাস ক্রুর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মাঠে নেমেছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি। সাধারণত ওহাইওভিত্তিক দল কলম্বাস ক্রু নিজেদের ঘরের মাঠ হিসেবে ২০ হাজার দর্শক ধারণক্ষমতার লোয়ার ডট কম ফিল্ড ব্যবহার করে। তবে প্রতিপক্ষ দলে যখন মেসির মতো সুপারস্টার থাকেন, তখন সেই মাঠ ছোট হয়ে যায়। দর্শকদের বাড়তি চাহিদার কথা বিবেচনা করে ম্যাচটি সরিয়ে নেয়া হয় এনএফএল দল ক্লিভল্যান্ড ব্রাউনসের হোম গ্রাউন্ড হান্টিংটন ব্যাংক ফিল্ডে, যেখানে ধারণক্ষমতা প্রায় তিনগুণ বেশি।
রবিবার (২০ এপ্রিল) বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত মেজর লিগ সকারের (এমএলএস) জমজমাট এই ম্যাচে ১–০ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে গোল না পেলেও লিওনেল মেসির উপস্থিতি নতুন রেকর্ড গড়েছে দর্শকসংখ্যায়। কলম্বাস ক্রু তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ম্যাচটি দেখতে মাঠে হাজির হয়েছিলেন ৬০,৬১৪ জন দর্শক—যা এই স্টেডিয়ামে এনএফএলের বাইরের সর্বোচ্চ দর্শকসংখ্যার রেকর্ড।
রেকর্ডময় ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি আসে ম্যাচের ৩০তম মিনিটে। আর্জেন্টাইন ডিফেন্ডার মার্সেলোনা ভেইগান্টের ক্রস থেকে হেডে দুর্দান্ত গোল করেন যুক্তরাষ্ট্রের তরুণ মিডফিল্ডার বেঞ্জামিন ক্রেমাচি। এই গোলেই জয় নিশ্চিত করে অপরাজিত যাত্রা ধরে রাখে ইন্টার মায়ামি।
এই জয়ে চলতি এমএলএস আসরে ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের তিন নম্বরে রয়েছে ডেভিড বেকহামের মালিকানাধীন দলটি। সমান পয়েন্ট নিয়েও এক ম্যাচ বেশি খেলে চতুর্থ স্থানে আছে কলম্বাস ক্রু। শীর্ষে আছে ১৯ পয়েন্ট করে শার্লট ও চিনচিনাতি।
আগামী শুক্রবার (২৫ এপ্রিল) কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালের প্রথম লেগে কানাডিয়ান ক্লাব ভ্যানকুবার হোয়াইটক্যাপসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।
বিডি প্রতিদিন/নাজিম