আজ থেকে শুরু হচ্ছে নেপাল ও বাংলাদেশ নারী কাবাডি দলের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এটি দুই দলেরই প্রথম টেস্ট সিরিজ, ফলে এ আয়োজনটি ঐতিহাসিক গুরুত্ব বহন করছে।
বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে কাঠমান্ডু পৌঁছায়। রাতে টিম হোটেলে অনুষ্ঠিত হয় সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। ট্রফির মোড়ক উন্মোচন করেন দুই দলের অধিনায়ক। এ সময় উপস্থিত ছিলেন নেপাল কাবাডি অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে দুই দেশের কর্মকর্তারা এই সিরিজকে নারী কাবাডির জন্য এক নতুন দিগন্তের সূচনা হিসেবে অভিহিত করেন। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, “প্রত্যেকেই আজ ইতিহাসের অংশ হয়ে গেলেন। এটাকে বলা হচ্ছে কাবাডি টেস্ট সিরিজ। বিশ্বে আমরা প্রথমবার এমন আয়োজন করছি। এখানেই শেষ নয়—এটা কেবল শুরু।”
আসন্ন নারী কাবাডি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই টেস্ট সিরিজে অংশ নিচ্ছে দুই দল। নারী কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী ১ থেকে ৮ জুন, ভারতের বিহার রাজ্যের রাজগির শহরে। এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ভারত, বাংলাদেশ, ইরান, জাপান, পোল্যান্ড, কেনিয়া, আর্জেন্টিনা, থাইল্যান্ড, নেপাল, উগান্ডা, জার্মানি, চাইনিজ তাইপে, নেদারল্যান্ডস ও জাঞ্জিবার।
সিরিজটি শুধু দু'দেশের মধ্যেই নয়, বিশ্ব কাবাডি অঙ্গনের জন্যও একটি নতুন দৃষ্টান্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজিম